মৃত্যুর খবর শুনে কি বলবেন? লাভ কি হবে?

কোনো মুসলিম এর মৃত্যুর খবর শুনলে কি "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন" পড়া যাবে? এর জন্য কি পুরস্কার পাওয়া যাবে?

উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ অবশ্যই পড়া যাবে, বরং পড়তে হবে ।কেননা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত এটাই যে কোন মোমিনের মৃত্যু সংবাদ শুনলে বলা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পবিত্র কোরআনুল কারিমে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন,

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

أُولَـئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَـئِكَ هُمُ الْمُهْتَدُونَ

‘এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।

যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।

তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত।’ (সূরা: বাকারা, আয়াত: ১৫৫-১৫৭)।

হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি-

مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ، فَيَقُولُ مَا أَمَرَهُ اللهُ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا، إِلَّا أَخْلَفَ اللهُ لَهُ خَيْرًا مِنْهَا

কোনো মুসলিমের ওপর যখন বিপদ আসে আর সে ওই কথাটি বলে যা বলতে আল্লাহ আদেশ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আরো বলে-

اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

‘ইয়া আল্লাহ! আমার বিপদে আমাকে প্রতিদান দিন এবং হারানো বস্তুর চেয়ে উত্তম বস্তু আমাকে দান করুন’ তাহলে আল্লাহ তাকে উত্তম বস্তু দান করেন। (সহিহ মুসলিম, হাদিস: ৯১৮)।

আবু মূসা আশআরী (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

‘যখন বান্দার সান্তান মারা যায় আল্লাহ তায়ালা তাঁর ফেরেশতাদের বলেন-

قبضتم ولد عبدى

তোমরা আমার বান্দার সন্তানকে কবজ করেছ?

তারা বলেন-

نعم

জী হাঁ!

আল্লাহ তায়ালা বলেন-

قبضتم ثمرة فؤاده

তোমরা তার কলিজার টুকরা’কে কবজ করেছ?

তারা বলেন-

نعم

জী হাঁ!

আল্লাহ বলেন-

ماذا قال عبدي

আমার বান্দা কি বলেছে?

তারা বলেন-

حمدك واسترجع

সে আপনার হাম্দ করেছে ও ইন্নালিল্লাহ... বলেছে।

আল্লাহ বলেন-

ابنوا لعبدي بيتا في الجنة،وسموه بيت الحمد

আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ কর আর তার নাম রাখ ‘বাইতুল হাম্দ’ প্রশংসার ঘর)। (জামে তিরমিযী, হাদিস: ১০২১ (‘হাসান’ সনদে)।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ


No comments:

Theme images by Maliketh. Powered by Blogger.