মাসজিদে দান করার গুরুত্ব ও ফজিলত
মাসজিদে দান করার গুরুত্ব ও ফজিলত
মাসজিদে দান করার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তায়ালা সূরা আল-বাকারা- ২:২৬২ নং আয়াতে বলেন,
اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ لَا يُتْبِعُوْنَ مَاۤ اَنْفَقُوْا مَنًّا وَّلَاۤ اَذًي ۙ لَّهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, এবং ব্যয় করার পর অনুগ্রহের কথা প্রকাশ করেনা, কষ্টও দেয়না, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার; বস্তুতঃ তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবেনা। বাকারা-২৬২
৷৷৷৷৷৷৷ ## মসজিদ নির্মাণ করা:
## মুশরিকদের কাজ নয় যে, তারা মসজিদের সেবক হবে
## তাহলে মাসজিদের খেদমত কারা করবে?
At-Taubah ৯:১৮
আল্লাহর মাসজিদের আবাদ তো তারাই করবে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে, নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায়, তারাই হবে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
## মসজিদ আবাদকারীদের মর্যাদা:
আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মসজিদসমূহের আবাদকারীরাই হলো আল্লাহওয়ালা।”
আনাস (রাঃ) হতেই মারফু’রূপে আরো একটি হাদীস বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা বলেনঃ “আমার সম্মান ও মর্যাদার কসম! আমি পৃথিবীবাসীর উপর শাস্তি প্রেরণের ইচ্ছা করি, কিন্তু যখন আমার ঘরসমূহের আবাদকারীদের প্রতি, আমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর প্রেম বিনিময়কারীদের প্রতি এবং প্রাতঃকালে ক্ষমা প্রার্থনাকারীদের প্রতি দৃষ্টিপাত করি তখন ঐ আযাব তাদের উপর থেকে সরিয়ে থাকি।” (ইবনে আসাকের (রঃ) বলেন যে, এ হাদীসটি গারীব বা দুর্বল)
## যে মসজিদ বানাবে জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হবে
## সন্তান-সম্পদ সব শেষ হয়ে যাবে এই দান থেকে যাবে Al-Kahf ১৮:৪৬
## দান সদকা করার বরকতঃ
আল্লাহর আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ আরো বৃদ্ধি পায়:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ اللَّهُ : انْفِقْ انْفِقُ عَلَيْكَ ، وَقَالَ يَدُ اللَّهِ مَلَائُ لَا تُغَيِّضُهَا نَفَقَة, سَحَاءُ اللَّيْلِ وَالنَّهَارِ وَقَالَ : أَرَأَيْتُمْ مَا انْفَقَ مُنْذُ خَلْقِ السَّمَاءِ وَالْأَرْضِ فَإِنَّهُ لَمْ يَغُضُّ مَا فِي يَدِهِ -
অর্থঃ হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আল্লাহ তা'আলা বলেন- তুমি খরচ কর, আমি তোমাকে দান করব। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো) বলেন, আল্লাহ তা'আলার হাত পরিপূর্ণ। তোমার রাত-দিন অবিরাম খরচেও তা কমবে না। তিনি বলেন, তোমরা কি দেখ না, যখন থেকে আল্লাহ আসমান ও যমীন সৃষ্টি করেছেন, তখন থেকে কী পরিমাণ খরচ করেছেন? কিন্তু এত খরচ করার পরও তাঁর হাতের সম্পদে কোনো কমতি হয়নি। (সহীহ বুখারী হাদীস নং-৪৩২৭)
No comments:
Post a Comment