পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে-জানে না ২৬ ভাগ মার্কিনী
আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন
শিকাগো: মহাকাশ গবেষণায় বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম চাঁদে অবতরণ থেকে মঙ্গলগ্রহে সফল অভিযানে আমেরিকানরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। অথচ প্রতি চারজন মার্কিনী নাগরিকের মধ্যে একজন লোক জানে না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। খবর এএফপি’র।
ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার জরিপটি প্রকাশ করা হয়েছে।
২,২০০ মার্কিনীর ওপর জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপে ভৌত ও প্রাণিবিজ্ঞান বিষয়েও প্রশ্ন করা হয়। এতে গড়ে টেনেটুনে ৬.৫ পয়েন্ট পয়ে সবাই পাস করেছে।
শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দা অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স বৈঠকে জানানো হয়, ৭৪ ভাগ উত্তরদাতা জানেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
৪৮ শতাংশ উত্তরদাতা জানেন যে প্রাণি জাতি থেকে মানবজাতির উদ্ভব। (অনেক অমুসলিম এবং নৃতাত্ত্বিক এটা বিশ্বাস করেন, তবে পবিত্র কোরআনে পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ.)-কে সৃষ্টির পূর্ণাঙ্গ বর্ণনা রয়েছে)।
প্রতি দু’বছর পরপর এ ধরণের জরিপ পরিচালনা করা হয় এবং এর ফলাফল মার্কিন প্রেসিডেন্ট ও আইন প্রণেতাদের কাছে উপস্থাপন করা হয়।
আরটিএনএন
শিকাগো: মহাকাশ গবেষণায় বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম চাঁদে অবতরণ থেকে মঙ্গলগ্রহে সফল অভিযানে আমেরিকানরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। অথচ প্রতি চারজন মার্কিনী নাগরিকের মধ্যে একজন লোক জানে না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। খবর এএফপি’র।
ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার জরিপটি প্রকাশ করা হয়েছে।
২,২০০ মার্কিনীর ওপর জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপে ভৌত ও প্রাণিবিজ্ঞান বিষয়েও প্রশ্ন করা হয়। এতে গড়ে টেনেটুনে ৬.৫ পয়েন্ট পয়ে সবাই পাস করেছে।
শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দা অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স বৈঠকে জানানো হয়, ৭৪ ভাগ উত্তরদাতা জানেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
৪৮ শতাংশ উত্তরদাতা জানেন যে প্রাণি জাতি থেকে মানবজাতির উদ্ভব। (অনেক অমুসলিম এবং নৃতাত্ত্বিক এটা বিশ্বাস করেন, তবে পবিত্র কোরআনে পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ.)-কে সৃষ্টির পূর্ণাঙ্গ বর্ণনা রয়েছে)।
প্রতি দু’বছর পরপর এ ধরণের জরিপ পরিচালনা করা হয় এবং এর ফলাফল মার্কিন প্রেসিডেন্ট ও আইন প্রণেতাদের কাছে উপস্থাপন করা হয়।
No comments:
Post a Comment