আল ফাতিহা


(১-৫)(৬-৭)
ভূমিকা
 (নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু দেখুন ) 

পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে


১.) প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্ব –জাহানের রব,


২.) যিনি পরম দয়ালু ও করুণাময়


৩.) প্রতিদান দিবসের মালিক।


৪.) আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই
﴿اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَ ۙ‏﴾

৫.) তুমি আমাদের সোজা পথ দেখাও,


﴿ صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ ‏‏﴾

৬.) তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।১০

No comments:

Theme images by Maliketh. Powered by Blogger.